ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

হিগুইনের অনুপ্রেরণা কিংবদন্তি দেল পিয়েরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
হিগুইনের অনুপ্রেরণা কিংবদন্তি দেল পিয়েরো গঞ্জালো হিগুইন-ছবি:সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান রেকর্ড ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে নাপোলি থেকে জুভেন্টাসে পাড়ি দিয়েছেন গঞ্জালো হিগুইন। আর সিরিআ চ্যাম্পিয়ন দলে এসে ক্লাবটির কিংবদন্তি আলেসান্দ্র দেল পিয়েরোকে অনুসরণ করার কথাই জানালেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

জুভিদের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করেন হিগুইন। যেখানে ক্লাব আইকন দেল পিয়েরোকেই তিনি আইডল হিসেবে মানেন। কিংবদন্তি পিয়েরো তুরিনে ১৯ বছর খেলে প্রচুর সফলতা পেয়েছিলেন।

হিগুইন বলেন, ‘দেল পিয়েরো এমন একজন ফুটবলার ছিলেন, যার খেলা আমি সব সময় উপভোগ করতাম। আমার ক্যারিয়ারে তিনি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। ’

এদিকে জুভেন্টাসেই খেলে আরেক আর্জেন্টাইন তরুণ তারকা স্ট্রাইকার পাওলো দিবালা। এ প্রসঙ্গে দিবালা বলেন, ‘জাতীয় দলেই আমার সঙ্গে তার সাক্ষাত হয়েছে। সেখান থেকেই আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।