ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের ফুটবল কমিটি গঠন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের ফুটবল কমিটি গঠন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: দেশের ঐতিহ্যবাহী ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পূর্ণাঙ্গ ফুটবল কমিটি গঠন করা হয়েছে। ২০১৫-১৬ ফুটবল মৌসুমের জন্য গঠন করা এই কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন জনাব মীর সমীর।

শনিবার (৩০ জুলাই) বিকেলে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের কার্যালয়ে এক আলোচনা শেষে এই কমিটির নাম ঘোষণা করা হয়।

পরিচালনা পর্ষদের জরুরি সভায় সভাপতিত্ব করেন সায়েম সোবহান আনভীর। এ সময় উপস্থিত হয়েছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি জানান, ‘আমরা যেখানে যাই, সেখানে এক নম্বরে থাকার চেষ্টা করি। তেমনিভাবে ক্লাবের দিক দিয়েও আমরা এক নম্বরে থাকতে চাই। এজন্য দরকার সকলের দলগত প্রচেষ্টা। আমি আশা করি কমিটির সকলে মিলে ক্লাবকে এক নম্বরে রাখার চেষ্টা করবেন। ’

বিষদ আলোচনা শেষে কমিটির সদস্য সচিব হিসেবে জনাব আলীমুজ্জামানের নাম ঘোষণা করা হয়।

এছাড়া, সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন শাহজাহান কবির, আবুল কাশেম, স.ম হাসান জামান, রেজাউল করিম, ওসিউর রহমান, হামিদুল হক শামীম, এস এম জাহাঙ্গীর, জাকির হোসেন, শাহ আলম, কাজী কামরুল, খবির হোসেন মিঠু, গোলাম রাব্বানী হেলাল, আবু বক্কর, ইসমত জামিল আকন্দ লাভলু, আব্দুল লতিফ এবং মাকসুদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।