ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

মুক্তিকে জেতালেন মুসা-জাভেদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
মুক্তিকে জেতালেন মুসা-জাভেদ ছবি: উজ্জ্বল ধর - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: আহমেদ কোলো মুসা ও জাভেদ খানের দুর্দান্ত পারফর্মে প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ফেডারেশন কাপের রানার্সআপ আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জিতেছে আব্দুল কাইয়ুম সেন্টুর শিষ্যরা।

 

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শনিবার (৩০ জুলাই) মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান ফরোয়ার্ড কোলো মুসা দুটি ও বদলি হিসেবে নামা জাভেদ খান একটি গোল করেন।

ম্যাচের ৩৫ মিনিটে ডান দিক থেকে আসা একটি ক্রস হাত উঠিয়ে রুখে দেন আরামবাগের শরীফুল ইসলাম সজীব। নিজিদের বক্সে হ্যান্ডবল করে মুক্তিযোদ্ধাকে পেনাল্টি পাইয়ে দেয় দলটি। আর সে সুযোগকে শতভাগ কাজে লাগান মুক্তিযোদ্ধার স্ট্রাইকার আহমেদ মুসা।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মুক্তি। দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে আবারো গোল করেন মুসা। ফলে, ২-০ গোলে এগিয়ে যায় মুক্তির তারকারা।

৮৩তম মিনিটে সামনিকের দুর্দান্ত হেড গোলবারের উপর দিয়ে বেরিয়ে গেলে গোলবঞ্চিত হয় আরামবাগ। ৮৫ মিনিটের মাথায় মুক্তিযোদ্ধার তৃতীয় গোলটি করেন মুসার বদলি হিসেবে নামা জাভেদ খান। ম্যাচের বাকি সময়ে ব্যবধান কমাতে পারেনি আরামবাগ। ফলে, ৩-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

শনিবার প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স-টিম বিজেএমসি।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।