ঢাকা: প্রাক-মৌসুমে ক্লাব প্রীতিম্যাচে দুর্দান্ত চমক দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট এই দলটি পিছিয়ে থেকেও ৫-২ গোলে হারিয়েছে তার্কিশ জায়ান্ট গালাতাসারেকে।
নিজ দেশের মাটিতে ম্যানইউর হয়ে ইব্রার অভিষেক দেখতে মুখিয়ে ছিলেন সমর্থকরা। ৩৪ বছর বয়সী এই সুইডিশ তারকা প্রাক-মৌসুমের ম্যাচে প্রথম ম্যাচ খেললেন গোলের হিসেব কষে। বর্তমান দল বদলের বাজারে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ফুটবলারদের তালিকায় অন্যতম ছিলেন গোলমেশিন ইব্রা। ফ্রি-ট্রান্সফার হিসেবে থাকা তারকা এ স্ট্রাইকার ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই থেকে ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানইউতে যোগ দেন।
রেড ডেভিলসদের প্রাক-মৌসুমের প্রথম ট্রিপে না থকেলও এই ম্যাচে মাঠে নেমেই জানান দিলেন কেন তার খেলা দেখতে মুখিয়ে বিশ্ব ফুটবল। ম্যাচের চতুর্থ মিনিটেই ম্যানইউকে লিড পাইয়ে দেন তিনি। সেটিও আবার দুর্দান্ত বাইসাইকেল গোলে। তবে, হোসে মরিনহোর শিষ্যদের চমকে দিয়ে ম্যাচের ২২ মিনিটে গালাতাসারের হয়ে গ্যামাস আর ৪০ মিনিটে ব্রুমা গোল করলে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ।
ইংলিশ তারকা ওয়েইন রুনি ছিলেন সেরা ফর্মে। ম্যাচের ৫৫ এবং ৫৯ মিনিটের মাথায় তিনি গোল করেন। রুনির জোড়া গোলে আবারো লিড পায় রেড ডেভিলসরা (৩-২)। ৬২ মিনিটের মাথায় দলের চতুর্থ গোলটি করেন ফেল্লাইনি। আর ৭৫ মিনিটে হুয়ান মাতার গোলে ব্যবধান ৫-২ করে ম্যানইউ।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে এই স্কোরেই জয় পায় মরিনহোর ছাত্ররা।
এর আগে চীনে বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হোসে মরিনহোর শিষ্যরা ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়। আর আবহাওয়া খারাপ থাকায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি খেলা হয় ইব্রা-রুনি-মার্কোস রোহো-ডি গিয়া-রোমেরোদের।
বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৬
এমআরপি