ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

মার্সেলোর জোড়া গোলেও রিয়ালের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
মার্সেলোর জোড়া গোলেও রিয়ালের কষ্টার্জিত জয় ছবি:সংগৃহীত

ঢাকা: মার্সেলোর জোড়া গোলে চেলসির বিপক্ষে ৩-২ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে অন্য গোলটি করেন মারিয়ানো ডিয়াজ।

তবে শেষ দিকে চেলসি মিডফিল্ডার এডেন হ্যাজার্ডের জোড়া গোলও হার থেকে বাঁচাতে পারেনি ব্লুজদের।

শনিবার রাতে যুক্তরাষ্ট্রের মিশিগানে মুখোমুখি হয় ইউরোপের দুই জায়ান্ট ক্লাব রিয়াল ও চেলসি। তবে খেলার প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল। কিন্তু শেষ দিকে নাটকীয়তা হলেও জয়ে নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

এদিন ম্যাচের ১৯ ও ২৬ মিনিটে জোড়া গোল করে উদযাপন করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। যদিও এ ম্যাচে ইনজুরির কারণে ছিলেন না দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে খেলার ৩৭ মিনিটে ডিয়াজের গোল লিড বাড়িয়ে দিলে বিরতিতে যায় লস ব্লাঙ্কসরা।

বিরতি থেকে ফিরে নিজেদের অবস্থান খুঁজে পায় ইংলিশ শক্তিশালী দল চেলসি। এরই সুবাদে ম্যাচের ৮০ মিনিটে একটি গোল শোধ করেন বেলজিয়াম তারকা হ্যাজার্ড। আর ম্যাচের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে নিজের জোড়া গোল করেন। কিন্তু শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে মাঠ ছাড়ে অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।