ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

মিলানকে হারিয়ে দিল লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
মিলানকে হারিয়ে দিল লিভারপুল ছবি:সংগৃহীত

ঢাকা: প্রাক-মৌসুমে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে দিল লিভারপুল। দলের হয়ে দুর্দান্ত খেলে একটি করে গোল করেন ডিভোক ওরিগি ও রবার্টো ফারমিনহো।

রোববার ক্যালিফোর্নিয়ার লিভাইস স্টেডিয়ামে মুখোমুখি হয় ইউরোপের দুই জায়ান্ট ক্লাব। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়র্গান ক্লপের শিষ্যরা।

এদিন খেলার প্রথমার্ধ অবশ্য কেউই গোলের দেখা পায়নি। কিন্তু বিরতির পর নিজেদের খুঁজে পায় লিভারপুল। ম্যাচের ৫৯ মিনিটে বেলজিয়াম তারকা ওরিগি লিড পাইয়ে দেন অল রেডসদের। আর ৭৩ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফারমিনহো গোল করলে ২-০তে এগিয়ে যায় ইংলিশ জায়ান্টরা।

কিন্তু খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।