ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ইংলিশ চ্যাম্পিয়নদের জালে পিএসজির’র উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
ইংলিশ চ্যাম্পিয়নদের জালে পিএসজির’র উৎসব ছবি:সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ইতিহাস গড়া লিচেস্টার সিটির বিপক্ষে ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করলো প্যারিস সেন্ট জার্মেই। দলের হয়ে একটি করে গোল করেন এডিনসন কাভানি, জোনাথন এলকোনে, লুকাস ও ওডোসোনে এডুয়ার্ডো।

রোববার ক্যালিফোর্নিয়ার স্টুবহাব সেন্টারে প্রাক-মৌসুমে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মুখোমুখি হয় দুই দেশের দুই শীর্ষ ক্লাব। তবে ইংলিশদের এদিন কোনো পাত্তা না দিয়েই জয় পায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি।

এদিন খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি। ২৬ মিনিটে প্রথম লিড পাইয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি। আর ৪৫ মিনিটে এলকোনে গোল করলে স্বস্তি নিয়ে বিরতিতে যায় দলটি।

বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে লিগ ওয়ান শিরোপাধারীরা। ৬৪ মিনিটে লুকাস ব্যবধান আরও বাড়ান। নির্ধারিত সময়ের শেষ মিনিটে এডুয়ার্ডো গোল করলে ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে প্যারিস জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।