ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

চুক্তি না করেই চলে গেলেন বাংলাদেশের কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
চুক্তি না করেই চলে গেলেন বাংলাদেশের কোচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চুক্তি স্বাক্ষর নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে টালবাহানা করছিলেন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। আসছে সেপ্টেম্বর ও অক্টোবরে এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফ-২ এর দুটি ম্যাচকে সামনে রেখে গেল ১২ জুলাই বাফুফের সঙ্গে এক মৌখিক চুক্তিতে আবদ্ধ হওয়ার পর নিয়মিতই ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খন্ডকালীন কোচ হিসেবে।



তবে, পারিবারিক কারণ দেখিয়ে চুক্তির আনুষ্ঠানিকতা না সেরেই বেলজিয়াম চলে গেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করা সেইন্টফিট।

এ ব্যাপারে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কিছু জানেন না বলে বাংলানিউজকে জানান।

বাফুফের একাধিক সূত্র সেইন্টফিটের চলে যাবার বিষয়টি নিশ্চিত করেছে। তারা আশা করছিল সেইন্টফিট বেলজিয়াম যাওয়ার আগেই ফেডারেশনের সঙ্গে চুক্তি সেরে ফেলবেন।

প্রাথমিকভাবে মৌখিক চুক্তিতে আবদ্ধ হলেও গত ২৭ জুলাই দুপুরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে বাফুফের সঙ্গে তার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের কথা ছিল। কিন্তু বাফুফের দেয়া চুক্তি পত্রে কিছু অস্পষ্টতা আছে এমন অযুহাত দেখিয়ে তিনি চুক্তি স্বাক্ষর করেননি। এছাড়া, সেদিন বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করলেও পেটের অসুস্থতার কথা বলে চুক্তিপত্রে সই করেননি ৪৩ বছর বয়সী এই কোচ।

বাফুফের সঙ্গে চুক্তি স্বাক্ষর নিয়ে সেদিন সেইন্টফিট গণমাধ্যমকে জানান, ‘চুক্তিপত্রে কিছু অস্পষ্টতা আমার চোখে পড়েছে বলে আমি সই করছি না। তবে এ ব্যাপারে সন্দেহের কিছু নেই। ভূটান ম্যাচ পর্যন্ত আমি আছি এবং বাংলাদেশে আমার উপর অর্পিত দায়িত্বের প্রতি আমি শতভাগ মনোযোগি। আমি বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ’

তবে, এর আগে নাইজেরিয়া জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে তার নাম আসে। তিনজনের সেই সংক্ষিপ্ত তালিকায় সেইন্টফিট থাকলেও পরবর্তীকে সে দেশের কোচ হিসেবে নিয়োগ পাননি তিনি। তাতে বাংলাদেশের কোচ হিসেবে তাকে পাওয়া যাবে না- এমন শঙ্কাও দূর হয়েছিল। সে সময় সেইন্টফিট সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছিলেন, ‘নাইজেরিয়ার থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পেলে সেইন্টফিট বাংলাদেশে থাকবেন না। ’

কিন্তু, আবারো শঙ্কা জাগিয়ে তিনি বেলজিয়ামে চলে গেলেন। উড়ো খবর, নাইজেরিয়া তার প্রতি আবারো আগ্রহ দেখানোয় বেলজিয়ামের এই কোচকে পাওয়া নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তারপরও বাফুফে কর্মকর্তাদের কিছু অংশ আশার বানী শোনাচ্ছেন। আগামী ১৭ আগস্ট এই কোচ নাকি বাংলাদেশে ফিরে আসবেন। এরপর ২৭ আগস্ট থেকে ভুটান ম্যাচের জন্য ক্যাম্প শুরু করবেন তিনি।

এশিয়ান কাপের প্লে-অফে ওঠার ম্যাচে ভুটানের বিপক্ষে আগামী ০৬ সেপ্টেম্বর হোম ম্যাচে ঢাকায় ও ১০ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে ভুটানের মাঠে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।