ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

পেলে-ম্যারাডোনা থেকেও সেরা মেসি: পোপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
পেলে-ম্যারাডোনা থেকেও সেরা মেসি: পোপ ছবি:সংগৃহীত

ঢাকা: ফুটবলার, বিশেষজ্ঞ ও সমর্থকদের পর এবার খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস জানালেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে আর্জেন্টিনা হেরে গেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।

বার্সেলোনা ও আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসিকে আগেও ব্রাজিল কিংবদন্তি পেলে ও আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হয়েছে। এমন তুলনা অবশ্য তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও করা হয়।

খ্রীষ্টান ধর্মের ক্যাথলিক চার্চের গুরু পোপ ফ্রান্সিস নিজে ফুটবলের পাগল। ৭৯ বছর বয়সী এই ধর্মীয় নেতা আবার আর্জেন্টিনার বাসিন্দা। আর বিশ্বসেরাদের সেরা বানাতে তিনি তার দেশের তারকা স্ট্রাইকার মেসিকেই বেছে নিলেন। বিশ্ব যুব দিবসের এক সভায় পোপ ফ্রান্সিস বলেন, ‘আমার কাছে পেলে ও ম্যারাডোনা থেকেও সেরা মনে হয় মেসিকে। ’

এদিকে অভিমানে জাতীয় দল থেকে অবসর নিলেও সমর্থকদের বিশ্বাস খুব দ্রুতই মেসি নীল-সাদা জার্সিতে ফিরবেন। এমনকি পেলে, ম্যারাডোনা থেকে শুরু করে তার ভক্তরাও চান আগামী ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলবেন আর্জেন্টাইন এই খুদে জাদুকর।

২৯ বছর বয়সী মেসি অবশ্য প্রাক-মৌসুমে বার্সেলোনার হয়ে খেলা শুরু করেছেন। যেখানে প্রথম ম্যাচে সেল্টিকের বিপক্ষে তিনি গোল না করতে পারলেও দুর্দান্ত খেলেন। কাতালানরা ম্যাচটি জেতে ৩-১ গোলে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।