ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলিয়ান গোলরক্ষক প্রাসের অলিম্পিক শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
ব্রাজিলিয়ান গোলরক্ষক প্রাসের অলিম্পিক শেষ ফার্নান্দো প্রাস ও ওয়েভারটন/ছবি: সংগৃহীত

ঢাকা: কনুইয়ের ইনজুরির কারণে ব্রাজিলের অলিম্পিক দল থেকে ছিটকে গেছেন ৩৮ বছর বয়সী গোলরক্ষক ফার্নান্দো প্রাস। তার জায়গায় ডাক পেয়েছেন অ্যাতলেতিকো প্যারানায়েন্সের ওয়েভারটন পেরেইরা ডা সিলভা।

প্রাসের পরিবর্তে ওয়েভারটনকে বেছে নেন সেলেকাওদের অলিম্পিক কোচ রোজেরিও মিক্যাল। ১৮ সদস্যের স্কোয়াডের অন্য গোলরক্ষক উইলসন।

নেইমারের নেতৃ্ত্বে ঘরের মাঠে অধরা অলিম্পিক শিরোপার স্বপ্ন দেখছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলে ২৩ বছরের অধিক বয়সী বাকি দু’জন হলেন মিডফিল্ডার রেনাতো অগাস্টো ও ওয়েভারটন। দু’জনের বয়সই ২৮।

আগামী ৪ আগস্ট (বৃহস্পতিবার) রিও অলিম্পিকের পর্দা উঠবে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ব্রাজিল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। ‘এ’ গ্রুপে স্বাগতিকদের অপর দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও ইরাক।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: ওয়েভারটন, উইলসন

ডিফেন্ডার: জেকা, রদ্রিগো কাইয়ো, মারকুইনহোস, ডগলাস সান্তোস, উইলিয়াম, লুয়ান গার্সিয়া।

মিডফিল্ডার: রেনাতো অগাস্টো, রাফিনহা, ওয়ালেস, রদ্রিগো ডুরাদো, থিয়াগো মেইয়া।

ফরোয়ার্ড: লুয়ান, গ্যাব্রিয়েল, নেইমার, গ্যাব্রিয়েল জিসাস, ফেলিপে অ্যান্ডারসন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।