ঢাকা: আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন এদগার্দো বাউজা। আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের আগে দলে আসলেন সাবেক সাও পাওলোর এই কোচ।
আলবেসেলিস্তাদের মূল কোচের তালিকায় অবশ্য বাউজা প্রথম সারিতে ছিলেন না। সেভিয়া কোচ জর্জ সাম্পাওলি, অ্যাতলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওন ও টটেনহাম কোচ মাউরিসিও পোচ্চেত্তিনো কোচের তালিকায় ছিলেন। তবে ইউরোপিয়ান ফুটবল চুক্তির কারণে তারা ক্লাব ছেড়ে আসতে রাজি হননি।
এর আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার শতবার্ষিকী আসরে ফাইনালে চিলির বিপক্ষে আর্জেন্টিনা হেরে গেলে কোচের পদ থেকে সরে দাঁড়ান জেরার্ডো মার্টিনো।
বাউজা এর আগে দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলে দুটি দলের হয়ে বড় মাপের সাফল্য পান। ২০০৮ ও ২০১৪ সালে দুটি অখ্যাত ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ খ্যাত কোপা লিবার্টাডোরেস জেতান। ২০০৮ সালে ইকুয়েডরের ক্লাব কুইতোকে ও ২০১৪ সালে আর্জেন্টাইন ক্লাব সান লোরেঞ্জকে শিরোপা পাইয়ে দেন তিনি। তিনি ২০০৮ সালে দক্ষিণ আমেরিকান বর্ষসেরা কোচও হন।
খেলোয়াড়ী জীবনে বাউজা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। তবে ১৯৯০ বিশ্বকাপে সুযোগ পেলেও কোনো ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি।
আগামী ০১ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার খেলা দিয়ে অভিষেক হবে বাউজার।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ০২ আগস্ট, ২০১৬
এমএমএস