ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

আদ্রিয়ানোর পর বার্সা ছাড়লেন অ্যালেক্স সং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
আদ্রিয়ানোর পর বার্সা ছাড়লেন অ্যালেক্স সং ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনা থেকে অ্যালেক্স সংকে দলে ভেড়ানোর কাজ সম্পন্ন করেছে রাশিয়ার রুবিন কাজান। পারস্পরিক সম্মতিতে এক বছর বাকি থাকতেই ক্যামেরুন মিডফিল্ডারের চুক্তি বাতিল করেছে কাতালানরা।

নিজেদের অফিসিয়াল টুইটার পেজে তা নিশ্চিত করে বার্সা।

কয়েকদিন আগেই ন্যু ক্যাম্প ক্যারিয়ারের (২০১০-১৬) ইতি টানেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার আদ্রিয়ানো। পাড়ি জমান তুরস্কের বেসিকতাস ক্লাবে। এবার সে কাতারে যোগ দিলেন সং।

অবশ্য, গত দুই মৌসুমে ধারের চুক্তিতে ওয়েস্ট হাম ইউনাইটেডের জার্সিতে ইংলিশ লিগে খেলেন ২৮ বছর বয়সী সং। কিন্তু অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরির কারণে ২০১৫-১৬ মৌসুমে সব মিলিয়ে মাত্র ১৫টি ম্যাচে মাঠে নেমেছিলেন।

২০১২ সালে আর্সেনাল থেকে পাঁচ বছরের চুক্তিতে সংকে স্পেনে ভাগিয়ে আনে বার্সা। তবে স্প্যানিশ জায়ান্টদের আস্থার প্রতিদান দিতে ব্যর্থই হন তিনি। দুই মৌসুম খেলেই ধারের চুক্তিতে যোগ দেন ওয়েস্ট হামে।

এদিকে, সং ছাড়াও রিয়াল সোসিয়েদাদ থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোনাথাসকে দলে ভিড়িয়েছে রুবিন কাজান।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।