ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

পাঁচ বছর পর ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
পাঁচ বছর পর ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল

ঢাকা: ২০১১ সালে সবশেষ ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। এরপর নানা কারণে আর এই টুর্নামেন্ট মাঠে গড়ায়নি।

অবশেষে পাঁচ বছর পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট।

আগামী মাসের শুরুতে অনুষ্ঠিত হবে পাঁচদিন ব্যাপী এই টুর্নামেন্ট। ইতোমধ্যে সবগুলো মিডিয়া হাউজে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এবার ৩২টি দল নিয়ে আয়োজন করা হবে ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মো: মজিবুর রহমান জানান, ‘যে মিডিয়াগুলো দল নেবে তাদের ডিআরইউ সদস্য হতে হবে। যারা এখনো সদস্য হননি তাদের এবার অংশ নিতে দেয়া হচ্ছে না। তবে, খেলাটি যেহেতু আমাদের সবার প্রিয়, তাই সকলকেই মাঠে আসার অনুরোধ করা হচ্ছে। ফুটবল আমাদের প্রাণের খেলা। সেই খেলায় এবার সাংবাদিকদেরও সম্পৃক্ত করতে যাচ্ছি। আশা করছি ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে নবীন ও প্রবীনদের মাঠে নিয়ে আসতে পারব। প্রথমবারের মতো আয়োজিত হ্যান্ডবল টুর্নামেন্টের মতো ফুটবল টুর্নামেন্টও সফল হবে। ’

সিক্স-এ-সাইড এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য একটি হাউজে কমপক্ষে পাঁচজন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য থাকতে হবে। তাদের পাশাপাশি একজন অতিথি খেলোয়াড় খেলাতে পারবে।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।