ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লেগানেসের পারফর্মে অবাক সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
লেগানেসের পারফর্মে অবাক সুয়ারেজ ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ লা লিগায় আরেকটি দুর্দান্ত জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেসি-সুয়ারেজ-নেইমারদের গোলে ৫-১ ব্যবধানে বার্সা হারিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল লেগানেসকে।

চ্যাম্পিয়ন্স লিগে বড় জয়ের পর লেগানেসের মাঠে আতিথ্য নেয় বার্সা। আর এ ম্যাচে স্বাগতিকরা হারলেও চমকে দিয়েছে কাতালানদের-এমনটি জানালেন দলের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

লা লিগার গত ম্যাচে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে নতুন দল আলাভেজের বিপক্ষে ২-১ গোলে হেরে পয়েন্ট খোয়ায় লুইস এনরিকের শিষ্যরা। তবে, চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করা করা ম্যাচে স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিকের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছিল। সে ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি। গোল করেছিলেন নেইমার আর সুয়ারেজও।

সবশেষ ম্যাচে লেগানেসের বিপক্ষে জয়ের পর সুয়ারেজ জানান, ‘আমি বেশ অবাক হয়েছি প্রতিপক্ষের খেলোয়াড়দের পারফর্মে। তারা কিক অফের শুরু থেকেই আমাদের রুখে দেওয়ার চেষ্টা করেছে। ম্যাচে আমাদের বিপক্ষে ম্যান-টু-ম্যান মার্কিং করার চেষ্টা করেছে। এটা তিন পয়েন্ট হারানোর থেকে অনেক সময় কাজে লাগে। ’

সুয়ারেজ আরও জানান, ‘আমরা মাঠের সবদিক থেকেই আক্রমণে যাবার চেষ্টা করেছি। মেসি-নেইমার আর আমি স্কোর করেছি। এটা ভালো দিক। তবে, আমরা তিনজন যেদিক দিয়ে আক্রমণে যেতে চেয়েছি, লেগানেসের অন্তত চারজন খেলোয়াড় আমাদের সে পথে যেতে বাধা দিয়েছে। ফলে, বাধ্য হয়ে আমাদের পুরো মাঠ দৌড়ে খেলতে হয়েছে। কিন্তু, আমরা মানুষ। আমাদের শরীর পরিশ্রম করলে কিছুটা বিশ্রাম চায়। মাঠে আমি যেমন তাদের এই প্রচেষ্টায় শরীরের অবস্থা বুঝতে পারছিলাম, তেমনি অন্যরাও সেভাবে শারীরিক পরিশ্রম অনুভব করতে পেরেছিল। যেহেতু ম্যাচটি হয়েছে দুপুরে। ’

লিভারপুল থেকে বার্সায় যোগ দেওয়া সুয়ারেজ আরও জানান, ‘আমরা ব্যবধান বাড়াতে পেরেছি এটাই সবথেকে বড়। দলের সবাই সহযোগিতা করেছে সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু, লেগানেসের চারজন ফুটবলার আমাদের যেভাবে পাহাড়ায় রেখেছিল এবং নিচে নেমে খেলছিল সেটা আমাকে অবাক করেছে। সত্যি তারা দুর্দান্ত পরিকল্পনা করেছিল। এটাই ম্যাচ বাঁচানোর উত্তম পন্থা, যেটা অনেক সময় কাজে লেগে যায়। তবে আমরা নিজেদের খেলায় ছন্দ হারাতে দেইনি। ’

লেগানেসের বিপক্ষে এই জয়ে চার ম্যাচ খেলে তিন জয়ে কাতালানদের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।