ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

আতিথ্য নিয়ে হারলো অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
আতিথ্য নিয়ে হারলো অ্যাতলেতিকো ছবি:সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদকে হতাশায় ডুবতে হয়েছে। স্প্যানিশ লা লিগায় ২-০ গোলে হেরেছে অ্যাতলেতিকো।

ঘরের মাঠে অ্যাতলেতিকোকে আতিথ্য দেয় রিয়েল সোসিয়েদাদ। কার্লোস ভেলা আর উইলিয়ান হোসের গোলে পরাজয় মানতে হয় অ্যাতলেতিকোকে। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

বিরতির পর খেলার ৫৪ মিনিটের মাথায় ২৭ বছর বয়সী মেক্সিকান ফরোয়ার্ড কার্লোস ভেলার গোলে লিড নেয় স্বাগতিক সোসিয়েদাদ।

এরপর ৭৫ মিনিটের মাথায় সোসিয়েদাদকে ২-০ তে এগিয়ে নেন ব্রাজিলের ২৪ বছর বয়সী উঠতি তারকা উইলিয়ান। ম্যাচের বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি অ্যাতলেতিকো। ফলে, এই স্কোরের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

১১ ম্যাচ খেলে অ্যাতলেতিকোর সংগ্রহ ২১ পয়েন্ট, টেবিলের তিনে রয়েছে দলটি। ১০ ম্যাচ খেলা শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৪ পয়েন্ট আর সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমআরপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।