ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, নির্ভার ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, নির্ভার ব্রাজিল ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে টানা ম্যাচ জিতে উড়ছে নেইমারের ব্রাজিল। সবশেষ ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারের লজ্জায় ডোবায় পেলের উত্তরসূরিরা। লিওনেল মেসিদের সামনে এবার ঘুরের দাঁড়ানোর চ্যালেঞ্জ! শেষ চার ম্যাচেই যে জয়হীন আলবিসেলেস্তেরা (২ ড্র, ২ হার)।

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বে টানা ম্যাচ জিতে উড়ছে নেইমারের ব্রাজিল। সবশেষ ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারের লজ্জায় ডোবায় পেলের উত্তরসূরিরা।

লিওনেল মেসিদের সামনে এবার ঘুরের দাঁড়ানোর চ্যালেঞ্জ! শেষ চার ম্যাচেই যে জয়হীন আলবিসেলেস্তেরা (২ ড্র, ২ হার)।

বুধবার (১৬ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ে চলতি বছরের শেষ ম্যাচে কলম্বিয়াকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। পেরুর মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় অনুযায়ী, যথাক্রমে ভোর সাড়ে ৫টা ও সকাল সোয়া ৮টায় ম্যাচ দু’টি শুরু হবে। অন্যদিকে, ভোর সাড়ে ৫টার অপর হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক চিলির মুখোমুখি হবে উরুগুয়ে।

সবশেষ পাঁচবারের দেখায় আর্জেন্টিনার বিপক্ষে একবারও জিততে পারেনি কলম্বিয়া (দুই ড্র ও তিন হার)। হোম ভেন্যুতেই দু’টি ম্যাচ ড্র করে ম্যারাডোনার উত্তরসূরিরা। গত বছরের নভেম্বরে শেষবার মুখোমুখি হয়েছিল দু’দল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে কলম্বিয়ানদের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফেরে আর্জেন্টাইনরা।

পেরুর বিপক্ষে ব্রাজিলের প্রতিশোধ নেওয়ার মিশন! তাদের কাছে হেরেই (১-০) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০১৬ শতবর্ষী কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল সেলেকাওরা। বিশ্বকাপ বাছাইয়ে গত বছরের নভেম্বরে পেরুকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে শেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে এক ড্র ও এক হারের বিপরীতে তিন ম্যাচেই জয় তুলে নেয় ব্রাজিল।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার অবস্থান ষষ্ঠ। ১১ ম্যাচ শেষে চার জয়, চার ড্র ও তিন হারে দু’বারের বিশ্বকাপ জয়ীদের সংগ্রহ ১৬।

সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে উরুগুয়ে। শীর্ষ পাঁচের বাকি তিন দল কলম্বিয়া (১৮), ইকুয়েডর (১৭) ও চিলি (১৭)।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।