ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মরিনহোর রেকর্ডে ভাগ বসালেন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
মরিনহোর রেকর্ডে ভাগ বসালেন জিদান এল ক্লাসিকো ম্যাচে জিদান (বাঁয়ে প্রথম)-ছবি:সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর ম্যাচে ১-১ গোলে ড্র করে নতুন একটি রেকর্ডে ভাগ বসালেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। এ নিয়ে জিদানের অধীনে রিয়াল টানা ১৭ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত। এর আগে গ্যালাকটিকোদের কোচ থাকাকালে হোসে মরিনহো এমন কীর্তি গড়েছিলেন।

ঢাকা: চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর ম্যাচে ১-১ গোলে ড্র করে নতুন একটি রেকর্ডে ভাগ বসালেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। এ নিয়ে জিদানের অধীনে রিয়াল টানা ১৭ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত।

এর আগে গ্যালাকটিকোদের কোচ থাকাকালে হোসে মরিনহো এমন কীর্তি গড়েছিলেন।

শনিবার রাতের ম্যাচে বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আতিথিয়েতা নিতে যায় রিয়াল। ম্যাচের প্রথমার্ধ কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের গোলে লিড নেয় কাতালানরা। তবে ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

এ ম্যাচে ড্র করার ফলে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার লিগ টেবিলে শীর্ষেই অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে লুইস এনরিকের শিষ্যরা।

গত মৌসুমেই রাফায়েল বেনিতেজকে হটিয়ে রিয়ালের দায়িত্ব পান ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী তারকা জিদান। আর দলের কোচ হয়েই বাজিমাত করেন তিনি। দলকে জেতান ১১তম চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।