ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আবাহনীকে রুখে দিয়েছে শেখ রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
আবাহনীকে রুখে দিয়েছে শেখ রাসেল

চলমান প্রিমিয়ার লিগে আবাহনীকে আবারও রুখে দিয়েছে শেখ রাসেল। দুই দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ফলে, পয়েন্ট ভাগাভাগি করতে হয় শেখ রাসেলকে।

ঢাকা: চলমান প্রিমিয়ার লিগে আবাহনীকে আবারও রুখে দিয়েছে শেখ রাসেল। দুই দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

ফলে, পয়েন্ট ভাগাভাগি করতে হয় শেখ রাসেলকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হয় আবাহনী এবং শেখ রাসেল। প্রথম পর্বের মুখোমুখি দেখাতে ১-১ গোলে ড্র হয়েছিল।

জর্জ কোটানের দলকে রুখে দিতে ম্যাচের প্রথম থেকেই দুর্দান্ত খেলা উপহার দিয়েছে শেখ রাসেল। সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন আবাহনী ম্যাচের ৩৮তম মিনিটে বড় ধাক্কা খায়। ইকাঙ্গাকে ফাউল করে লাল কার্ড দেখেন লি টাক। নয়জনের দলে পরিণত হয় শিরোপার দৌড়ে এগিয়ে থাকা আবাহনী।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির সময় আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় বলে দেন আমিনুল ইসলাম জয়। ১৩ বছর ধরে শেখ রাসেলের রক্ষণভাগ সামলানো এই ডিফেন্ডার ২০০৩ সালে যোগ দেন দলটিতে।

দ্বিতীয়ার্ধে শফিকুল হক মানিকের শিষ্যরা নয়জনের আবাহনীকে চেপে ধরে। তবে, আবাহনীর জালে বল জড়াতে পারেনি শেখ রাসেল।

১৯ ম্যাচে সর্বোচ্চ ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো আবাহনী। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম আবাহনী। ২১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেখ রাসেল। শনিবার প্রথম ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে রুখে দেয় ব্রাদার্স ইউনিয়ন। সেই ম্যাচটিও গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।