ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

এলোমেলো মেসির সমালোচনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এলোমেলো মেসির সমালোচনা এলোমেলো মেসি-ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগেই অনেকটা নকআউট হয়ে গেল বার্সেলোনা। কেননা প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে ৪-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে পারাটাই এখন বড় চ্যালেঞ্জ লুইস এনরিক শিষ্যদের সামনে। তবে পার্ক দেস প্রিন্সেসে বার্সার ব্যর্থতার পাশাপাশি খুঁজে পাওয়া যায়নি দলের সেরা তারকা লিওনেল মেসিকে। ফলে সমালোচনা শুনতে হচ্ছে আর্জেন্টাইন অধিনায়ককে।

ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচের পর মেসির সমালোচনায় মেতেছেন ইংল্যান্ডের সাবেক দুই ফুটবলার। রিও ফার্নান্দিনহো ও স্টিভেন জেরার্ড পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর খেলায় দুর্বলতা খুঁজে পেয়েছেন।

আসলে গত রাতে যা হয়েছে তা কাতালান ক্লাবটি হয়তো আর কখনোই মনে করতে চাইবে না। কেননা পুরো ম্যাচে প্রতিপক্ষে গোলবারে ভালো করে একটি শটই নিয়েছে মেসিরা। বর্তমানে বিশ্বসেরা আক্রমণভাগকে এদিন পাওয়াই যায়নি।

ম্যাচ দেখে মেসির সমালোচনা করতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সেন্টার-ব্যাক ফার্নান্দিনহো বলেন, ‘তার (মেসি) খেলার ধরন খুবই বাজে ছিল। পুরো ম্যাচেই সে এলোমেলো ছিল। এছাড়া তাকে দেখতে বিমর্ষ মনে হলো। ’

এদিকে ফার্নান্দিনহোর সুরে সুর মিলিয়ে লিভারপুলের সাবেক তারকা জেরার্ড বলেন, ‘সে বিন্দু পরিমাণ সুযোগ কাজে লাগাতে পারেনি। পুরোটাই ব্যর্থ। ’

আগামী আট মার্চ ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে দ্বিতীয় লেগে পিএসজিকে আতিথিয়েতা জানাবে বার্সা। পরের রাউন্ডে যেতে হলে দলটিকে অন্তত তাদের ৫-০ গোলের জয় অথবা ৪-০ জিতে পেনাল্টিতে এগিয়ে থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।