ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

পাওনা ফিরে পেতে আবেদন করেছেন মনি বেগম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
পাওনা ফিরে পেতে আবেদন করেছেন মনি বেগম মনি বেগম/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

পাওনা টাকার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুয়ারে দুয়ারে ঘুরছেন হৃদরোগে আক্রান্ত মনি বেগম। বাফুফের সাবেক হেড অব প্রোটোকল মনি বেগমকে চাকরিচ্যুত করা হলেও তার পাওনা বুঝিয়ে দেয়া হয়নি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাফুফের সভাপতি বরাবর আবেদন পত্র নিয়ে ফুটবল ভবনে গিয়েছিলেন তিনি। কিন্তু বাফুফের হিসাব বিভাগ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, মনি বেগমের পাওনা দেনা নিয়ে ফেডারেশনের সভায় আলোচনা হওয়ার পরেই সিদ্ধান্ত নেয়া হবে।

টাকা না পেয়ে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।

ফুটবল ভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, ‘আমার এই সংকটময় মুহূর্তে পাওনা টাকাগুলো পেলে চিকিৎসাটা চালানো যেতো। বাফুফের উপরমহলের ইঙ্গিতে বেতনভুগী সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আমার সঙ্গে যে আচরণ করেছেন তার বিচারের ভার আমি আল্লাহর দরবারে দিয়ে রাখলাম। ’

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
জেএইচ/এমআরএম

আরও পড়ুন...
** পাওনা ফিরে পাবেন মনি বেগম
** মনি বেগমের অবস্থা সংকটাপন্ন, মুখে কুলুপ এঁটেছে বাফুফে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।