ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে ডি মারিয়া ছন্দে ফেরা অ্যাঙ্গেল ডি মারিয়া (ডানে)/ছবি: সংগৃহীত

পিএসজি-বার্সেলোনা ম্যাচটি দীর্ঘদিন মনে রাখবেন ফুটবলপ্রেমীরা। প্যারিসে গিয়ে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে ফেরে বার্সেলোনা। এক ঘণ্টা মাঠে থেকেই কাতালানদের রক্ষণভাগ ব্যতিব্যস্ত করে রাখেন জোড়া গোলস্কোরার অ্যাঞ্জেল ডি মারিয়া। আর্জেন্টাইন তারকাকে চ্যাম্পিয়নস লিগের সেরা একাদশে না রেখে কী উপায় আছে!

ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের শেষ ষোলোর প্রথম লেগের সব খেলা শেষ। নজর কেড়েছেন অনেকেই।

সেখান থেকেই সেরা একাদশ সাজিয়েছে ইএসপিএন। জায়গা করে নিয়েছেন পিএসজির জার্সিতে পুরনো ছন্দে ফেরা ডি মারিয়া। আগামী মাসে ফিরতি পর্বের ম্যাচ মাঠে গড়াবে।

৪-২-৩-১ ফর্মেশনে লেফট ফরোয়ার্ড ভূমিকায় সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ডি মারিয়া। আক্রমণভাগের ডান প্রান্তে মোনাকোর তরুণ কাইলিয়ান এমবাপে। সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে প্রতিপক্ষের গোলমুখে ভীতি ছড়াবেন ডি মারিয়ার স্বদেশী সার্জিও আগুয়েরো।

...সেন্ট্রাল মিডফিল্ডে ডি মারিয়ার ক্লাব সতীর্থ মার্কো ভেরাত্তি ও রিয়াল মাদ্রিদের ক্যাসেমিরো। ফরোয়ার্ডদের বলের যোগান দেবেন অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলকানতারা।

রক্ষণভাগ সুরক্ষিত রাখতে সেন্টারব্যাকে পিএসজির প্রেসনেল কিমপেম্বে ও বেনফিকার লুইসাও। দুই প্রান্তে পুরো মাঠ দৌড়াবেন রাইটব্যাক থমাস মুনিয়ের ও লেফটব্যাক সার্জিও এস্কুদেরো। আর গোলবার সামলানোর দায়িত্ব ক্যাসপার স্মেইকেলের কাঁধে।

সেরা একাদশ:
গোলরক্ষক: ক্যাসপার স্মেইকেল (লিচেস্টার সিটি)

ডিফেন্ডার: থমাস মুনিয়ের (রাইট ব্যাক, পিএসজি), প্রেসনেল কিমপেম্বে (সেন্টারব্যাক, পিএসজি), লুইসাও (সেন্টারব্যাক, বেনফিকা), সার্জিও এস্কুদেরো (লেফটব্যাক, সেভিয়া)।

মিডফিল্ডার: ক্যাসেমিরো (সেন্ট্রাল মিডফিল্ডার, রিয়াল মাদ্রিদ), মার্কো ভেরাত্তি (সেন্ট্রাল মিডফিল্ডার, পিএসজি), থিয়াগো আলকানতারা (অ্যাটাকিং মিডফিল্ডার, বায়ার্ন মিউনিখ)।

ফরোয়ার্ড: কাইলিয়ান এমবাপে (রাইট ফরোয়ার্ড, মোনাকো), অ্যাঞ্জেল ডি মারিয়া (লেফট ফরোয়ার্ড, পিএসজি), সার্জিও আগুয়েরো (সেন্ট্রাল ফরোয়ার্ড, ম্যানচেস্টার সিটি)।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।