ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

‘মেসিকে আমি কিভাবে অপছন্দ করি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, জুন ২, ২০১৭
‘মেসিকে আমি কিভাবে অপছন্দ করি’ ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হলে দলের সেরা দুই অস্ত্রের ভূমিকায় দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে। গ্রহের সেরা খেলোয়াড় প্রশ্নে বরাবরই চলে আসছে মেসি-রোনালদোর নাম। এ বিতর্কে দু’ভাগে বিভক্ত হয়ে পড়েন সমর্থকরা।

তবে, নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসির প্রশংসা করে রোনালদো জানিয়েছেন, বার্সেলোনার তারকার খেলা উপভোগ করেন তিনি।

মেসি প্রসঙ্গে রোনালদো বলেন, ‘আমি সব দুর্দান্ত খেলোয়াড়কে মাঠে দেখতে পছন্দ করি।

আর তাদের মধ্যে অন্যতম মেসি। তাকে মাঠে খেলতে দেখাটা খুবই উপভোগ করি। সব গ্রেট খেলোয়াড়ের খেলাই উপভোগ করি। মেসি অসাধারণ একজন তারকা। আমি সত্যিই তার খেলা খুব উপভোগ করি। ’

রোনালদো আরও যোগ করেন, ‘মেসির সঙ্গে সব সময়ই আমার ভালো সম্পর্ক। তার সঙ্গে আমার তুলনা করাটা মোটেই ভালো কাজ নয়। এটা গণমাধ্যমের তৈরি। পরস্পরের প্রতি শ্রদ্ধাসহ আমাদের মাঝে আন্তরিক একটি সম্পর্ক রয়েছে। তার সঙ্গে আমি ডিনারে যাই না, সে আমার বন্ধু নয়, কিন্তু আমি তাকে একজন সঙ্গী হিসেবে দেখি, প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়। আমি তুলনা পছন্দ করি না। ’

নিজেদের সম্পর্কের কথা জানিয়ে রোনালদো জানান, ‘মেসির মতো এমন একজনকে আমি কিভাবে অপছন্দ করি যে আমার বিপক্ষে খারাপ কিছু করেনি, বলেনি। আমার প্রসঙ্গে কেউ মেসিকে জিজ্ঞেস করলেও সে ভালো বলে। গত ১০ বছরে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমরা বেশ কিছু মুহূর্ত ভাগাভাগি করেছি। তার প্রতি আমার সম্মান রয়েছে। সে পেশাদার সহকর্মী এবং আমার প্রতিদ্বন্দ্বী নয়। ’

এ মৌসুমে মেসিদের একমাত্র সান্ত্বনা হ্যাটট্রিক কোপা দেল রে জিতে মৌসুম শেষ করতে পারা। গোলস্কোরিংয়ে অবশ্য দুর্দান্ত একটি মৌসুমই পার করেছেন মেসি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৫৪ বার। ম্যাচের চেয়ে গোলের সংখ্যা বেশি। রোনালদোর নামের পাশে ৪৫ ম্যাচে ৪০।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ০২ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।