ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

জর্ডান ঝড়ে উড়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
জর্ডান ঝড়ে উড়ে গেল বাংলাদেশ ...

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের শুরুটা শোচনীয় হার দিয়ে করলো বাংলাদেশের যুবারা। আহমেদ ফাওজির হ্যাটট্টিকে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই জর্ডানের কাছে উড়ে গেল ৭-০ গোলের বড় ব্যবধানে।

এর আগে বুধবার (১৯ জুলাই) ফিলিস্তিনির হেবরনে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় জর্ডান।

ধারণা করা হচ্ছিল দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরবে কোচ অ্যান্ড্রু ওর্ডের শিষ্যরা।

কিন্ত কিসের কী? উল্টো, দ্বিতীয়ার্ধের খেলায় বাংলাদেশের জালে আরো ৫ বার বল পাঠিয়ে ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জর্ডান।

জর্ডানের দাপুটে এই জয়ে হ্যাটট্রিক করেছেন আহমেদ ফাওজি। বাকি ৪ টি গোল এসেছে সোলায়মান, নুর আজিম, মুসা মাহমুদ ও বাহা ফয়সালের পা থেকে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ১৯ জুলাই ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।