ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

বেইজিংয়ে বেলজিয়াম তরুণের জাদু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
বেইজিংয়ে বেলজিয়াম তরুণের জাদু ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ারের দুই জায়ান্ট দল বর্তমান চ্যাম্পিয়ন চেলসি আর আর্সেনাল মাঠে নেমেছিল। শনিবারের হাইভোল্টেজ ম্যাচটি জিতে নিয়েছে চেলসি। ৩-০ গোলে গানারদের হারিয়ে দেয় ব্লুজরা।

বেইজিংয়ে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।

বিরতির পর আরও এক গোল ঠেলে দেয় আর্সেনালের জালে।

চেলসির জার্সিতে জোড়া গোল করেন বেলজিয়ামের উঠতি তারকা ২৩ বছরের ফরোয়ার্ড মিচি বাতসুয়াই। খেলার ৪২ মিনিটের মাথায় নিজের প্রথম গোলটি করেন তিনি। আর বিরতির পরপরই খেলার ৪৯ মিনিটের মাথায় জোড়া গোল পুর্ণ করেন এই বেলজিয়ান।

তবে, বাতসুয়াইয়ের আগেই চেলসিকে লিড পাইয়ে দেন ব্রাজিল তারকা উইলিয়ান। খেলা ৪২ মিনিটের মাথায় চেলসির প্রথম গোলটি করেন তিনি। ম্যাচের বাকি সময়ে আর ফিরে আসার সুযোগ হয়নি আর্সেনালের। ফলে, ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় গানারদের।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২২ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।