ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

পেলের ছেলে এডিনহোকে ১২ বছরের জেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
পেলের ছেলে এডিনহোকে ১২ বছরের জেল পেলে ছেলে এডিনহোকে ১২ বছরের জেল

ঢাকা: মাদক চোরাচালান এবং অর্থপাচারের অভিযোগে ফুটবল কিংবদন্তি পেলের ছেলে এডিনহোকে প্রথম মেয়াদে ৩৩ বছরের সাজা হয়েছিল। গেল বছর তা কমিয়ে ১২ বছর ১০ মাস আনা হয়েছে।

এই সাজা কমাতেও ব্রাজিলের সাও পাওলো আদালতে আপিল করেছিল পেলে পরিবার।

কিন্তু আদালত সেই আপিল খারিজ করে দেয়ায় দ্বিতীয় দফায় আবার জেলে যেতে হচ্ছে পেলে ছেলেকে।

এক দুই বছর নয়, এক যুগেরও বেশি সময় লাল দালানে থাকবেন ব্রাজিলিয়ান ক্লাব সাস্তোসের এই সাবেক গোলরক্ষক।

শনিবার (২২ জুলাই) পেলের ছেলের জেলের খবরটি নিশ্চিত করেছে ইএসপিএন।

পেলে ছেলে এডিনহোর বিপক্ষে প্রথম অভিযোগটি আসে ২০০৫ সালে। ২০১৪ সালে আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় প্রাথমিক সাজা ভোগ করেন এডিনহো।

বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এইচএল/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।