ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

রিয়াল ছাড়ছেন না রোনালদো: জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
রিয়াল ছাড়ছেন না রোনালদো: জিদান রিয়াল ছাড়ছেন না রোনালদো: জিদান

ঢাকা: রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদো কোথাও যাচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন রিয়াল বস জিনেদিন জিদান। তিনি বলেন, ‘রোনালদো কোথাও যাচ্ছেন না।’

শনিবার (২২ জুলাই) ইএসপিএনেকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
 
হঠাৎ করেই রোনালদোর রিয়াল ছেড়ে দেওয়া নিয়ে আলোচন‍ার কারণ হলো, গেল জুনে এ বোলা নামক একটি পর্তুগিজ প্রকাশনা সংস্থা দাবি করেছিল যে স্পেনে কর ফাঁকি সংক্রান্ত ঝামেলা মিটিয়ে ফেলার পরই রোনালদো রিয়াল ছেড়ে দিবেন।

তবে তিনি কোথায় যাবেন সেই বিয়টি নির্দিষ্ট করে বলেতে প্রকাশনাটি ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য রোনালদোর বিরুদ্ধে ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ রয়েছে।
 
রিয়ালে রোনালদোর থাকা নিয়ে জিদানের বক্তব্য হলো- ‘এ বোলা প্রকাশনা ওর নামে কি লিখেছে বা লেখেনি সেটা আমার কাছে মুখ্য নয়। মুখ্য হল, সে রিয়ালে থাকতে চায় কি না সেই ব্যাপারটি। ’       

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এইচএল/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।