ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানইউ, রিয়াল, লেভারকুসেন ঘুরে ওয়েস্টহামে চিচারিতো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
ম্যানইউ, রিয়াল, লেভারকুসেন ঘুরে ওয়েস্টহামে চিচারিতো ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা হাভিয়ের হার্নান্দেজ। যিনি চিচারিতো নামেও পরিচিত। বায়ার লেভারকুসেন ছেড়ে ওয়েস্টহামে নাম লিখিয়েছেন ২৯ বছর বয়সী এ মেক্সিকান স্ট্রাইকার।

হার্নান্দেজের সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছে ওয়েস্টহাম। ট্রান্সফার ফি ১৬ মিলিয়ন পাউন্ড।

বুন্দেসলিগায় (জার্মানি) দুই মৌসুম কাটিয়ে আগের ঠিকানা বেছে নিয়েছেন প্রতিভাবান এ ফরোয়ার্ড।

২০১৫ সালে ম্যানইউ থেকে তিন বছরের চুক্তিতে লেভারকুসেনে নাম লেখানোর আগে রিয়াল মাদ্রিদে এক মৌসুম (২০১৪-১৫) ধারের চুক্তিতে খেলেছিলেন হার্নান্দেজ। স্থায়ী চুক্তির সুযোগ থাকলেও স্প্যানিশ জায়ান্টরা তাকে ছেড়ে দেয়। ফিরে আসেন ওল্ড ট্রাফোর্ডে। যেখানে ২০১০ সালে এসেছিলেন। এখন আবার পরিচিত ইংলিশ ফুটবলে নামার অপেক্ষায় তিনি।

লেভারকুসেনের হয়ে গত দুই সিজনে সব মিলিয়ে ৭৬ ম্যাচে ৩৯টি গোল করেন ‘চিচারিতো’। লিগে ৫৪ ম্যাচে ২৮। রিয়ালে ছিলেন নিজের ছায়া হয়ে। ৩৩ ম্যাচে মাত্র ৯ বার জালের দেখা পেয়েছিলেন। তাই স্থায়ী চুক্তিটাও হয়নি।

রেড ডেভিলসদের জার্সিতেই তারকাখ্যাতি পান হার্নান্দেজ। ম্যানইউর হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫৭টি ম্যাচ খেলেছিলেন। গোল ৫৯। তার মধ্যে প্রিমিয়ার লিগে ১০৩ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৩৭ বার।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।