ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

বার্সার বিপক্ষে হারাও ভালো: মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
বার্সার বিপক্ষে হারাও ভালো: মরিনহো বার্সার বিপক্ষে হারাও ভালো: মরিনহো-ছবি:সংগৃহীত

প্রাক মৌসুমের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নেইমারের একমাত্র গোলে জয় পায় বার্সা। তবে এমন হারেও খুশি ম্যানইউ কোচ হোসে মরিনহো। তার মতে এই হার ‘খুবই গুরুত্বপূর্ণ’।

এদিন প্রায় পুরো ম্যাচেই ঘাম ঝরাতে হয় ম্যানইউকে। যেখানে প্রাক মৌসুমে প্রথম হারের মুখ দেখে রেড ডেভিলসরা।

ম্যাচের শেষে ফেডএক্স ফিল্ডে ম্যানইউর পর্তুগিজ কোচ মরিনহো বলেন, ‘প্রাক মৌসুমে ম্যাচ হারাটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কেউ হারকে পছন্দ করে না, তবে আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। ’

মরিনহো আরও বলেন, ‘আমি মনে করি যুক্তরাষ্ট্রে কোনো ম্যাচ না হেরেই বিদায় নেওয়াটা খারাপ হতো। দেখুন, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মতো দলের বিপক্ষে বিজয় নিয়ে ফেরাটা খারাপ। সুতরাং হারও ভালো। ’

এর আগে এই যুক্তরাষ্ট্রেই সিটি ও রিয়ালের বিপক্ষে জয় পেয়েছিলো ম্যানইউ।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ২৭ জুলাই, ২৯১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।