ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

ফুটবল

গত ৪০ বছরের সেরা তরুণ এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
গত ৪০ বছরের সেরা তরুণ এমবাপ্পে ছবি:সংগৃহীত

গত মৌসুম থেকেই নিজের পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন কিলিয়ান এমবাপ্পে। এবার নিজের পালকে যোগ করলেন আরও একটি মাইলফলক। ফ্রেঞ্চ লিগ ওয়ানে ২০ গোল করে গত ৪০ বছরের মধ্যে সেরা তরুণ হয়েছেন তিনি।

শনিবার রাতে অ্যাঞ্জার্সের বিপক্ষে ৫-০ গোলে জয় পায় প্যারিস সেন্ট জার্মেই। যেখানে জোড়া গোল করেন এমবাপ্পে।

তার গোল দুটি আসে ম্যাচের পাঁচ ও ৮৪ মিনিটে।

এ মৌসুমে এখন পর্যন্ত লিগে চারটি গোল করলেন এমবাপ্পে। আগের ১৬টি গোল করেছিলেন গত মৌসুমে মোনাকোর হয়ে খেলে। তার ২০ গোল করতে লাগলো ৪৯ ম্যাচ। এ সময় তার সহায়তায় ১৩টি গোলও করেছেন সতীর্থরা। ফলে তিনি ১৮ বছর ১০ মাসের তরুণ হিসেবে গত চার দশকের রেকর্ড ভেঙেছেন। এ সময় আর কেউ তরুণ হিসেবে এত ভালো খেলেনি।

এমবাপ্পে এই রেকর্ডটি গড়লেন, ক’দিন আগেই চ্যাম্পিয়নস লিগে আরেকটি মাইলফলক স্পর্শ করা পর। যেখানে ২০ বছরের কম বয়সী ফুটবলার হিসেবে উয়েফা আসরে আটটি গোল করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।