ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রাশিয়া বিশ্বকাপে টিকিটের দাম কত?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
রাশিয়া বিশ্বকাপে টিকিটের দাম কত? ছবি:সংগৃহীত

২০১৮ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে রাশিয়া। যেখানে ইতোমধ্যে ৩২ দলের বেশির ভাগেরই আসরটিতে যাওয়া নিশ্চিত হয়েছে। প্লে-অফ খেলে উঠে আসবে অন্যরাও। আগামী বছর ১৪ জুন উদ্বোধনী ম্যাচের মাধ্যমে আসরটির পর্দা উঠবে।

মস্কোর লুজহনিকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক দেশ রাশিয়া। যেখানে ড্রয়ের মাধ্যমে তাদের প্রতিপক্ষ ঠিক করা হবে।

চলতি বছরের ১ ডিসেম্বর ড্র অনুষ্ঠিত হবে।

প্রতিবারের মতো এবারও বিশ্বকাপ নিয়ে মাতবেন  সমর্থকরা। এটাই স্বাভাবিক। তাই আসরের টিকিটের মূল্যের ব্যাপারে উৎসাহ লক্ষ্য করা যায়। যেখানে রাশিয়ায় সাতটি ভাগ ও চারটি ক্যাটাগরিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। বেশির ভাগ টিকিটই অনলাইনের মাধ্যমে বিক্রি হবে।

নিচে সাতটি ভাগের চারটি ক্যাটাগরির মূল্য বাংলাদেশি টাকায় (প্রায়) দেওয়া হলো: 

•ওপেনিং ম্যাচ-ক্যাটাগরি ১=৪৮৫১৮, ক্যাটাগরি ২=৩৩৫১৪, ক্যাটাগরি ৩=১৮৯৪৭, ক্যাটাগরি ৪=৪৭০৯
•গ্রুপ ম্যাচ-ক্যাটাগরি ১=১৮০৭১, ক্যাটাগরি ২=১৪২৩৮, ক্যাটাগরি ৩=৯০৯০, ক্যাটাগরি ৪=১৮৬১
•শেষ ষোলো-ক্যাটাগরি ১=২১১৩৭, ক্যাটাগরি ২=১৫৮৮০, ক্যাটাগরি ৩=৯৮৫৭, ক্যাটাগরি ৪=৩২৮৫
•কোয়ার্টার ফাইনাল-ক্যাটাগরি ১=৩১৪৩৩, ক্যাটাগরি ২=২১৯০৪, ক্যাটাগরি ৩=১৫১১৪, ক্যাটাগরি ৪=৫৫৮৫
•সেমিফাইনাল-ক্যাটাগরি ১=৬৪৫০৯, ক্যাটাগরি ২=৪১২৯০, ক্যাটাগরি ৩=২৪৫৩৩, ক্যাটাগরি ৪=৬৫৭১
•থার্ড প্লেস প্লে-অফ-ক্যাটাগরি ১=৩১৪৩৩, ক্যাটাগরি ২=২১৯০৪, ক্যাটাগরি ৩=১৫১১৪, ক্যাটাগরি ৪=৫৫৮৫
•ফাইনাল-ক্যাটাগরি ১=৯৪৬২৮, ক্যাটাগরি ২=৬১১১৩, ক্যাটাগরি ৩=৩৯২০৯, ক্যাটাগরি ৪=১০২৯৫

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।