ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাগুরা: মাগুরায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান ফুটবল একাডেমি ৩-০ গোলে খুলনা জেলা ফুটবল দলকে পরাজিত করেছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুর আড়াইটায় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

আছাদুজ্জামান ফুটবল একাডেমির পক্ষে ১০ নম্বর জার্সিধারী  নাইজেরিয়ান খোলোয়াড় অব্বাস প্রথমার্ধের ২২ মিনিট ও দ্বিতীয়ার্ধের ১৩ ও ১৮ মিনিটে দলের পক্ষে একাই তিনটি গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

এসময় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন স্বপন এমপি, ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা প্রশাসক অতিকুর রহমান, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাড. জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুণ্ডু, সাইফুজ্জামান শিখর, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।
আরো ছিলেন-বসুন্ধরা সিমেন্টর মাকেটিং ম্যানেজার সাইফুল ইসলাম, জিয়াউর রহমান, সাম বিন রেদওয়ান, মো. মাসুম শিকদার, এম ডি কাঞ্চন।

আছাদুজ্জামান ফুটবল একাডেমির আয়োজনে বসুন্ধরা সিমেন্টের সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১১ নভেম্বর) দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলা ফুটবল দলের মুখোমুখি হবে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা।

টুর্নামেন্টে ঢাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড, সাইফ স্পোটিং ক্লাব যুব দল, বাংলাদেশ নৌবাহিনী, আছাদুজ্জামান ফুটবল একাডেমি, আলহাজ নূরুল ইসলাম ফুটবল একাডেমি, খুলনা জেলা দল, রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, ঝিনাইদহ ফুটবল একাডেমি, কুষ্টিয়া জেলা দল, সাতক্ষীরা জেলা ফুটবল দল, যশোর জেলা ক্রীড়া সংস্থা, শুভ সকাল চুয়াডাঙ্গা, টাঙ্গাইল আরিয়ান স্পোটিং ক্লাব, মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ও গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্রসহ মোট ১৭টি দল অংশ নিচ্ছে।

আগামী ৭ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।