ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সিরাজগঞ্জ সদর উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
সিরাজগঞ্জ সদর উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সিরাজগঞ্জ সদর উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সারটিয়া বেগম আমেনা মনসুর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় কাওয়াকোলা ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে বাগবাটি ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মো. শামছুজ্জামান।  

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী আব্দুল মজিদ, শিয়াকোল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে ২৫ অক্টোবর এ টুর্নামেন্ট শুরু হয়। ১০টি ইউনিয়ন দল এতে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।