ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নিষিদ্ধ এভরাকে রাখলো না মার্সেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
নিষিদ্ধ এভরাকে রাখলো না মার্সেই ছবি:সংগৃহীত

অনুশীলন সময়ে সমর্থককে ‘ক্যারাটে কিক’! প্যাট্রিক এভরার এমন দোষে তাকে রাখলো না ক্লাব মার্সেই। তার সঙ্গে ক্লাব চুক্তি ভঙ্গ করেছে।পাশাপাশি উয়েফা তাকে ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত নিষিদ্ধ করেছে।‌ জরিমানা হয়েছে ১০ হাজার ইউরো।‌

গত সপ্তাহে ইউরোপা লিগের ম্যাচের আগে মার্সেই দল যখন অনুশীলন করছে সেই সময় মাঠের কিনারায় ক্লাব সমর্থকরা এগিয়ে এসেছিলেন। তাদের মধ্যেই একজন কটু মন্তব্য করেন।

তখনই মেজাজ হারিয়ে ক্যারাটে কিক মারেন এভরা। কোনো রকমে তাকে সতীর্থরা পরে সরিয়ে নিয়ে গেলেও, ম্যাচের আগেই লাল কার্ড দেখেন তিনি!‌ 

উয়েফা এভরার শাস্তি ঘোষণা করার পরই, মার্সেইয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, ‘এভরা আর মার্সেই ক্লাব পারস্পরিক আলোচনার মাধ্যমেই চুক্তি ভঙ্গ করছে। ’ 

মার্সেইয়ের প্রেসিডেন্ট জেকস হেনরি ইরাডু জানিয়েছেন, ‘এই দিনটা অত্যন্ত দুঃখের। আশা করি, এভরা বুঝেছে ও যে আচরণ করেছে, তা কোনো মতেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে আর মার্সেইয়ের জার্সি গায়ে ও নিজের আবেগ দেখাতে পারবে না। সমর্থকদের আচরণেও আমি হতবাক। সব মিলিয়ে ক্লাবের গায়েই কালি মেখে গেল। ’

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।