ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চতুর্থ সন্তানের বাবা হলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
চতুর্থ সন্তানের বাবা হলেন রোনালদো ছবি:সংগৃহীত

চতুর্থ সন্তানের বাবা হলেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এমনটি নিশ্চিত করেছেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। রোববার মাদ্রিদের হাসপাতাল কুইরন ইউনিভার্সেলে রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের এই মেয়ে সন্তান জন্ম নেয়।

৩২ বছর বয়সী রোনালদো একটি ছবি পোস্ট করেন। যেখানে তার সঙ্গে বান্ধবী রদ্রিগেজ, নতুন জন্ম নেওয়া আলানা মার্টিনা ও বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র উপস্থিত ছিল।

ছবির ক্যাপশনে রোনালদো লেখেন, ‘এই মাত্র জন্ম নিল আলানা মার্টিনা! জিও ও আলানা দু’জনই ভালো আছে! আমরা সবাই খুব খুশি!’

রোনালদোর এটি চতুর্থ সন্তান হলেও, তার বান্ধবী জর্জিনার প্রথম। রোনালদোর আগের দুটি যমজ সন্তান সারোগেট পদ্দতিতে হয়েছিল। তাদের নাম রাখা হয়েছে ইভা (মেয়ে) ও মাতেও (ছেলে)। আর প্রথম সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র সাত বছর বয়সী। ধারণা করা হয়, সেও সারোগেট পদ্দতিতে হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।