ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গানারদের সঙ্গে ২০২১ পর্যন্ত ওজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
গানারদের সঙ্গে ২০২১ পর্যন্ত ওজিল ছবি:সংগৃহীত

২০২১ সাল পর্যন্ত আর্সেনালের সঙ্গে নতুন চুক্তি করলেন মেসুত ওজিল। আর নতুন চুক্তিতে গানারদের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হলেন এ জার্মান মিডফিল্ডার।

বর্তমানে ২৯ বছর বয়সী এ তারকার সাপ্তাহিক বেতন সাড়ে তিন লাখ পাউন্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে ওজিলের আগের চুক্তির মেয়াদ ছিল চলতি মৌসুমের শেষ পর্যন্ত।

২০১৩ সালে রেকর্ড চার কোটি ২৪ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে নাম লেখান ওজিল।  

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬টি। এছাড়া এখন পর্যন্ত দলের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৭৯ ম্যাচে ৩৬টি গোল করেছেন তিনি।

জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা ওজিল আর্সেনালের হয়ে তিনটি এফএ কাপ জিতেছেন।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।