ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ম্যানসিটির জয়, হেরে গেল ম্যানইউ-চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
ম্যানসিটির জয়, হেরে গেল ম্যানইউ-চেলসি জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি-ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার সিটি। তবে হেরে গেছে অন্য দুই জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। দুর্দান্ত জয়ে লিগে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো পেপ গার্দিওলার শিষ্যরা।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্টব্রুমকে ৩-০ গোলে হারায় ম্যানসিটি। দলের হয়ে একটি করে গোল করেন ফার্নান্দিনহো (১৯), কেভিন ডি ব্রুইন (৬৮) ও সার্জিও আগুয়েরো (৮৯)।

হাইভোল্টেজ ম্যাচে টটেনহাম হটস্পারের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানইউ। টটেনহামের হয়ে একটি গোল এরিকসন। অন্য গোলটি ফিল জোন্সের আত্মঘাতি থেকে আসে।

এদিকে ঘরের মাঠ মধ্যমসারির দল বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে হারের লজ্জা পেল চেলসি।

২৫ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। দুইয়ে থাকা ম্যানইউ সমান ম্যাচে ৫৩ পয়েন্ট সংগ্রহ করেছে। ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চারে চেলসি। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় লিভারপুল।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।