ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিপক্ষে ফিরছেন বুফন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিপক্ষে ফিরছেন বুফন ছবি: সংগৃহীত

২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব উতরে মূল আসরে জায়গা করে নিতে পারেনি শক্তিশালী ইতালি। সুইডেনের বিপক্ষে গোলশূন্য সেই ম্যাচের পর কান্না ভরা চোখে মাঠ ছেড়েছিলেন তারকা গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। এমনকি আন্তর্জাতিক ফুটবলে অবসরের ঘোষণাও দেন তিনি।

তবে বিশ্বকাপের আগেই জাতীয় দলের জার্সি গায়ে ফের মাঠ মাতাতে চান বুফন। তিনি নিশ্চিত করেন, সুযোগ পেলে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন।

আসছে মার্চে ম্যানচেস্টার ও ওয়েম্বলিতে যথাক্রমে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মোকাবেলা করবে চারবারের বিশ্বকাপ জয়ী আজ্জুরিরা।

এক সাক্ষাতকারে বুফন বলেন, ‘ এই সময় জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে অনুভব করছি। দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ রয়েছে। আমি ভেবেছিলাম পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাবে, তবে জাতীয় দল যদি আমাকে চায়, তাহলে আমি প্রস্তুত। ’

বুফন ইতালির হয়ে ১৯৯৭ ‍সাল থেকে ২০০৭ পর্যন্ত ১৭৫টি ম্যাচ খেলেছেন। তিনি জাতীয় দলের হয়ে ২০০৬ বিশ্বকাপও জেতেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।