ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের আগে নেইমারের পায়ে অস্ত্রোপচার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
বিশ্বকাপের আগে নেইমারের পায়ে অস্ত্রোপচার ছবি: সংগৃহীত

তিন মাস পর রাশিয়ায় বসছে বিশ্বকাপ আসর। তার আগে ব্রাজিলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নেইমারের ফিটনেস। গোড়ালির ইনজুরিতে যে ৬ থেকে ৮ সপ্তাহের জন্য ছিটকে গেছেন পিএসজি সুপারস্টার।

এমন পরিস্থিতিতে পুরোপুরি সেরে উঠতে যত দ্রুত সম্ভব নেইমারের সার্জারি করানো উচিৎ বলে নিজের অবস্থান ব্যক্ত করেছেন নেইমার সান্তোস সিনিয়র। ক্লাব কর্তৃপক্ষকে অস্ত্রোপচারের পথে হাঁটার জোরালো দাবিই জানিয়েছেন নেইমারের বাবা।

সেক্ষেত্রে শল্যবিদের ছুরির নিচে যেতে হবে ব্রাজিলিয়ান সেনসেশনকে।

গত রোববার (২৫ ফেব্রুয়ারি) মার্শেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জেতা লিগ ম্যাচে অ্যাঙ্কেলে (গোড়ালি) চোট পান নেইমার। পা মচকে যাওয়ার দৃশ্য ছিল সেটি। অশ্রুসিক্ত হয়ে হাত দিয়ে মুখ ঢেকে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ‘আগামীর বিশ্বসেরা’।

পরীক্ষানিরীক্ষার পর বড় ধরনের দুঃসংবাদই শুনতে হয় সমর্থকদের। ডান পায়ের পাতার হাড় ভেঙে গেছে নেইমারের। বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোড়ালি। মে মাসের আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ। এরকম ইনজুরি কাটাতে অস্ত্রোপচারের পর খেলায় ফিরতে তিন মাসও সময় লেগে যায়। প্রত্যাশিত সময়ে ফিট হলেও সেরা নেইমারকে কি সাথে সাথে পাওয়া যাবে? দীর্ঘদিন মাঠের বাইরে থাকার প্রভাব তো পড়বেই।

যেটি ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নে একটা বড় ধাক্কা হয়ে উঠতে পারে। অন্যদিকে, পিএসজিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি পর্বের হোম ম্যাচে নামতে হচ্ছে নেইমারকে ছাড়াই। প্রথম লেগে ৩-১ গোলে হারের পর অগ্নিপরীক্ষার সামনে ফ্রেঞ্চ জায়ান্টরা। প্যারিসে আগামী ৬ মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

ইএসপিএন’কে দেওয়া সাক্ষাৎকারে নেইমারের বাবা বলেন, ‘পিএসজি ইতোমধ্যেই জানে তারা নেইমারকে ছয় থেকে আট সপ্তাহের জন্য পাবে না। সার্জারির সিদ্ধান্ত পিএসজির। এটা চূড়ান্ত হয়েছে ব্রাজিল ন্যাশনাল টিম ডাক্তার আসার পর। এটা দ্রুততম সময়ের মধ্যে করা গুরুত্বপূর্ণ কারণ আমরা অপেক্ষা করতে পারবো না। খেলোয়াড়ের রিকোভারি দ্রততর করার সবচেয়ে দ্রুততম উপায় সার্জারি। ’

২৬-এ পা রাখা নেইমারের সর্বোচ্চ দুই মাস মাঠের বাইরে থাকার খবর পিএসজি ও ব্রাজিলের জন্য আতঙ্কের। বিশ্বকাপ সামনে রেখে সেলেকাওদের জন্য দুঃসংবাদই বলতে হবে। ইনজুরির কথা শুনে মার্চে প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণায় বিলম্ব করছেন কোচ তিতে। নেইমার সিনিয়রের পূর্বাভাস সঠিক হলে মে মাসের শুরুতে মাঠে ফিরবেন পেলের উত্তরসূরি, ঠিক ২০১৮ ওয়ার্ল্ডকাপ শুরুর এক মাস আগে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।