ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির গোলেও পূর্ণ পয়েন্ট পেল না বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
মেসির গোলেও পূর্ণ পয়েন্ট পেল না বার্সা ছবি: সংগৃহীত

লা লিগার ম্যাচে বার্সেলোনাকে রুখে দিল দুর্বল লাস পালমাস। অতিথি হিসেবে খেলতে গিয়ে ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। যদিও শুরুতে গোল করে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি।

স্তাদিও ডি গ্রান কানারিয়ায় সফরকারী বার্সা অবশ্য শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছিল। আর ম্যাচের ২১ মিনিটে দূরপাল্লার শটে দলকে লিড পাইয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

পরে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে হোঁচট খায় বার্সা। পেনাল্টি থেকে প্রতিপক্ষের ফুটবলার জোনাথন কালেরি গোল করে পালমাসকে সময়তা ফেরান। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত স্বাগতিকদের চেপে ধরেও আর কোনো গোল আদায় করে নিতে পারেনি বার্সা।

লিগে এখন পর্যন্ত অপরাজিত বার্সা ২৬ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান ম্যাচে ৫ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয়স্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর ২৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে ১৮তম অবস্থানে লাস পালমাস।

বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।