ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আর্সেনালকে উড়িয়ে গার্দিওলার মাইলফলক উদযাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
আর্সেনালকে উড়িয়ে গার্দিওলার মাইলফলক উদযাপন ছবি: সংগৃহীত

পাঁচ দিনের মধ্যে আর্সেনালকে দ্বিতীয়বার হারের স্বাদ দিল ম্যানচেস্টার সিটি।এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে গানারদের তাদেরই ঘরের মাঠে ৩-০ গোলে উড়িয়ে দিল সিটিজেনরা। আর এ জয়ে সিটিতে নিজের শততম ম্যাচটি স্মরণীয় করে রাখলো কোচ পেপ গার্দিওলা।

ক’দিন আগেই লিগ কাপে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের হারিয়ে শিরোপা জিতেছিল ম্যানসিটি। যেটি ছিল আবার সিটির হয়ে গার্দিওলার প্রথম ট্রফি।

এদিন এমিরেটস স্টেডিয়ামে সিটিকে আতিথিয়েতা জানায় আর্সেনাল। তবে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় সফরকারীরা। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় দলটি। সিটির হয়ে একটি করে গোল করেন বার্নাডো সিলভা (১৫), ডেভিড সিলভা (২৮) ও লেরয় সেন (৩৩)।

লিগে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ২৪ জয় ৩ ড্র ও মাত্র এক হারে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।