ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির ৬০০তম গোলেই জয় এলো বার্সার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
মেসির ৬০০তম গোলেই জয় এলো বার্সার ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের ৬০০তম গোলটি এলো ফ্রি কিক থেকে। এ প্রথম টানা তিন ম্যাচে ফ্রি কিক থেকে গোল করলেন বার্সার স্টার খেলোয়াড় লিওনেল মেসি। তার ২৬ মিনিটের গোলটি ক্যারিয়ারের মাইলফলকের পাশাপাশি জয়ের শিরোপা আবারও এলো বার্সার ঘরে।

বাঁয়ে ঝাঁপিয়ে পড়ে দেহটাকে টেনে লম্বা করে বাড়িয়ে দিয়েও শেষ রক্ষাটা করতে পারলো না অ্যাটলেটিকো মাদ্রিদ গোলরক্ষক ইয়ান ওব্লাক। হাত দিয়ে বলটাকে ঠেলে দিলেও মেসির পায়ের থেকে ছুটে আসা বল ঢুকেই পড়লো জালে।

এ এক গোলই এনে দিল তিন পয়েন্ট।

গত ম্যাচে তার ফ্রি কিকের পরও বার্সা ড্র করেছিল। সেটি ছিল লাস পালমাসের বিপক্ষে। লিগে সর্বশেষ ৫ ম্যাচের তিনটায় ড্র। এ ম্যাচ অ্যাটলেটিকো জিতলে পয়েন্ট ব্যবধান হতো দুই। আর বার্সা জিতে হয়ে গেল ৮। ফলে অ্যাটলেটিকোর লড়াইটি হয়েছিল মরণপণ। ৮৫ মিনিটে বার্সার জালে বলও পাঠিয়েছিল তারা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় সে গোল। এর আগে ৭৫ মিনিটে লুইস সুয়ারেজের গোলও বাতিল হয়েছে অফসাইডে। শেষ পর্যন্ত মাঠ দখল করে ছিল মেসির গোলটিই।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।