ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

গোল্ডকাপ ফুটবলে সদরকে হারালো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
গোল্ডকাপ ফুটবলে সদরকে হারালো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৪-২ গোলে সদর উপজেলা দলকে পরাজিত করে জয়ী হয়েছে।

সোমবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার নির্ধারিত সময়ে দুই দলের গোল শুন্য থাকায় পরে ট্রাইবেকারে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৪-২ গোলে সদর উপজেলা দলকে পরাজিত করে জয়ী হয়।

খেলায় দুটি দলে সাতজন করে বিদেশি খেলোয়াড় থাকায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে মাঠে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ। খেলা শেষে অতিথিরা জয়ী এবং রানার্স আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।