রোববার (১৮ মার্চ) ক্যাম্পে নূ -তে পয়েন্ট টেবিলের ১৩তম দল বিলবাওয়ের বিপক্ষে খেলতে নামে বার্সা।
খেলার ৮ মিনিটের মাথায় পরিকল্পিত আক্রমণে গোলের দেখা পায় বার্সেলোনা।
এর ৬ মিনিট পরেই ব্যবধানটা দ্বিগুণ হতে পারতো। কৌতিনিয়োর বাঁ পায়ের গোল পোস্টে না লাগলে আরও একবার উল্লাসের সুযোগ তৈরি হতো কাতালানদের।
তবে ব্যবধান দ্বিগুণ করার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ভালভেরদের শীর্ষদের। ম্যাচের ৩০ মিনিটে ডান দিক থেকে দেম্বেলের বাড়ানো পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। এই লিগে এটা মেসির ২৫তম গোল।
এরপর আরও বেশ কয়েকটি গোলের উপলক্ষ তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধানটা আর বাড়েনি।
লিগে ২৯ ম্যাচে খেলে ২৩টিতেই জয় পেয়েছে বার্সা। আর বাকি ৬টিতে ড্র করে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এসএইচ