ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

১০টি আন্তর্জাতিক ম্যাচ মিস করবেন না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
১০টি আন্তর্জাতিক ম্যাচ মিস করবেন না ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপ শুরু হতে তিন মাস সময়ও বাকি নেই। ৩২টি দল এখন নিজেদের ঝালিয়ে নিতে চোখ রাখছে। ফুটবল প্রেমীদের সামনে অপেক্ষা করছে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

রোমাঞ্চকর কিছু ম্যাচ না দেখে পরে আবার আফসোস করবেন না! আগামী শুক্রবার (২৩ মার্চ) থাকছে তেমনই এক ব্যস্ত সূচি। মাঠে নামবে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, স্পেন, ইতালি, উরুগুয়ে, ইংল্যান্ড, ফ্রান্সের মতো তারকাসমৃদ্ধ দলগুলো।

বাংলাদেশ সময় অনুযায়ী, কখন কে কার মুখোমুখি হচ্ছে দেখে নেওয়া যাক:

উরুগুয়ে বনাম চেক প্রজাতন্ত্র - বিকেল ৫টা ৩৫ মিনিটে শুরু।

ব্রাজিল বনাম রাশিয়া – রাত ১০টায়।

আর্জেন্টিনা বনাম ইতালি - দিবাগত রাত পৌনে ২টায়।

পর্তুগাল বনাম মিশর – দিবাগত রাত ১টায়।

জার্মানি বনাম স্পেন – দিবাগত রাত পৌনে ২টায়।

ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস - দিবাগত রাত পৌনে ২টায়।

ফ্রান্স বনাম কলম্বিয়া - দিবাগত রাত ২টায়।

পেরু বনাম ক্রোয়েশিয়া – দিবাগত রাত দেড়টায়।

সার্বিয়া বনাম মরক্কো – দিবাগত রাত দেড়টায়।

মেক্সিকো বনাম আইসল্যান্ড - দিবাগত রাত ৩টায়।

অাগামী ১৪ জুন ২১তম ওয়ার্ল্ডকাপের পর্দা উঠবে। বাছাইপর্বের বাধা পেরোতে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।