ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

‘মেসিয়ানিক’ এমবাপ্পে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
‘মেসিয়ানিক’ এমবাপ্পে! এমবাপ্পে-মেসি/ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পর নিজেদের তৃতীয় ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এই ম্যাচেও ফরাসিদের প্রধান ভরসা দলের ‘মেসিয়ানিক’ তারকা এমবাপ্পে।

২০১৭/১৮ মৌসুম যেখান থেকে শুরু করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করেছেন কিলিয়ান এমবাপ্পে। লিগ ওয়ানে এরইমধ্যে মাত্র ৫ ম্যাচেই ৮ গোল আর ৩ অ্যাসিস্ট করেছেন এই পিএসজি তারকা।

 

আইসল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে দলকে নাটকীয় ড্র এনে দিয়েছেন এমবাপ্পে।  আগামী সোমবার (১৫ অক্টোবর) উয়েফা ন্যাশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচে জার্মানির মুখোমুখি হবে ফ্রান্স। এই ম্যাচও দল তার দিকেই তাকিয়ে থাকবে।

মেসির সঙ্গে তুলনা

ক্লাব ফুটবলে মেসির অর্জনের ধারেকাছেও নেই এমবাপ্পে। তবে যদি বয়সের হিসেবটা একই বয়স আর জাতীয় দলের ক্ষেত্রে হয়, তাহলে এগিয়ে এমবাপ্পে।

ফরাসি ফরোয়ার্ডের বয়স ১৯ বছর ৯ মাস ২০ দিন। এই বয়সে জাতীয় দলের হয়ে মেসির জাতীয় দলের হয়ে অর্জনের খাতা এমবাপ্পের তুলনায় নগণ্য।

এই বয়সেই নিজের নামের পাশে ৬৮ গোল যুক্ত করেছেন এমবাপ্পে। মেসির নামের পাশে ছিল ২০ গোল। এই হিসেবটা একটু পক্ষপাতহীন করতে এটা জানিয়ে রাখা ভালো যে, ফরাসি তারকার অভিষেক হয়েছে ১৬ বছর ৩৪৭ দিন বয়সে মোনাকোর হয়ে। অন্যদিকে বার্সার হয়ে যখন অভিষিক্ত হন মেসি তখন তার বয়স ১৭ বছর ১৪ দিন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।