ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

মেসি, ব্যাকহাম, ট্রাম্পকে নিয়ে কি বলেছেন ম্যারাডোনা?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
মেসি, ব্যাকহাম, ট্রাম্পকে নিয়ে কি বলেছেন ম্যারাডোনা? ছবিতে যাদের দেখা যাচ্ছে এরা সবাই ম্যারাডোনার বাক্যবাণের শিকার-ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাদের একজন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। মাঠে ভয়ডরহীন ফুটবলের জন্য যেমন বিখ্যাত তিনি, তেমনি মাঠের বাইরে উল্টাপাল্টা মন্তব্যের জন্য ততোটাই সমালোচিত।

সম্প্রতি বেশ কয়েকজন সাবেক ও বর্তমান তারকা ফুটবলার থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি সমকামিতা নিয়েও একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন ম্যারাডোনা। কি বলেছেন এই বিশ্বকাপজয়ী সাবেক তারকা? চলুন জেনে নেওয়া যাক,

পেলেকে নিয়ে'
এই দুজনের মধ্যে কে সেরা তাই নিয়ে প্রায়ই বিতর্ক লেগে যায়।

আগে এই নিয়ে পেলেকে খোঁচা দিতেন ম্যারাডোনা আর এখন নেইমার আর মেসি বিতর্ক নিয়ে তর্কে জড়াতে চান তিনি।

'মেসির চেয়ে নেইমার সেরা? পেলে ভুলটা বেছে নিয়েছেন। '

মেসিকে নিয়ে 
সর্বশেষ নিজের স্বদেশী ফুটবল তারকা ও সাবেক শিষ্য লিওনেল মেসিকে নিয়ে সমালোচনা করতে গিয়ে বেশকিছু বিতর্কিত মন্তব্য করে বসেন ম্যারাডোনা।

মেসিকে নিয়ে সম্প্রতি তিনি বলেন, ‘যে মানুষ ম্যাচের আগে ২০বার টয়লেটে যায় এমন কাউকে অধিনায়কের দায়িত্ব দেওয়া আমার মতে নির্বুদ্ধিতা। '

তিনি আরও বলেন, ‘মেসির মূল্য কেউ অস্বীকার করতে পারবে না, কিন্তু এখন আর সে সেরা নয়। '

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে 
জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন ম্যারাডোনা।

রোনালদোকে নিয়ে তার মন্তব্য, ‘ক্রিস্টিয়ানো রোনালদো আপনাকে গোল দেবে এবং তারপর আপনার কাছে শ্যাম্পু বিক্রি করবে। '

তবে রোনালদোকে বেজায় পছন্দও করেন ম্যারাডোনা, এমনকি তাকে আর্জেন্টিনা দলেও দেখার আগ্রহ দেখিয়ে বসেছেন তিনি।

‘আমি রোনালদোকে একজন আর্জেন্টাইন হিসেবে দেখতে চাই। '

এরপর আবার তিনিই বলেন, ‘কিন্তু আমি মেসিকে অনেক বেশি পছন্দ করি। '

মার্কিন প্রেসিডেন্টদের নিয়ে 
আর কেউ তার মতো করে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিটিকে নিয়ে দুঃসাহসিক কথা বলতে পারবে বলে মনে হয়না। কি বলেছেন তিনি?

‘বুশ একজন খুনি, আমি বরং ফিদেলের (ক্যাস্ত্রো) বন্ধু হওয়াটাই পছন্দ করব। '

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও রেহায় দেন নি ম্যারাডোনা। নির্বাচিত হওয়ার পর ট্রাম্পকে একবার ‘পাপেট’ বলে সম্বোধন করেছিলেন তিনি।

ফিফা, এএফএ এবং ফুটবল কর্মকর্তাদের নিয়ে 
নিজ দেশ আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিয়ে প্রায়ই সমালোচনায় মুখর থাকেন ম্যারাডোনা। তিনি এএফএ’কে একদম শীর্ষ পর্যায় থেকে সবাইকে বাদ দিয়ে নতুন করে গড়ার কথা বলেছিলেন একবার।

‘"এএফএ"তে গ্রেনেড মারা উচিৎ এবং এটাকে পুরো নতুন গড়ে গঠন করা উচিৎ। '

তার সমালোচনার হাত থেকে রেহায় পাননি ফিফার বড় বড় নাম যার মধ্যে হুয়াও হাভেলাঞ্জে থেকে সেপ ব্ল্যাটারও আছেন।

একবার হাভেলাঞ্জে সম্পর্কে তিনি বলেন, ‘আমি হাভেলাঞ্জের ওয়েবসাইটকে “থিফ.কম” বলবো। '

ব্ল্যাটারকে নিয়ে তার মন্তব্য, ‘ব্ল্যাটার আমাকে ছেলের মতো স্নেহ করেন...হ্যাঁ...কুকুরের বাচ্চার মতো। '

হোর্হে সাম্পাওলিকে নিয়ে
সাবেক সেভিয়া কোচ সাম্পাওলি আর্জেন্টিনার কোচ হিসেবে মোটেও সফল হতে পারেন নি। এই নিয়ে ক্ষিপ্ত ম্যারাডোনা বলেন, ‘সবাই এই ভেবেছিল সাম্পাওলির তার কম্পিউটার, ড্রোন আর ১৪ জন সহকারী নিয়ে এসেছে, কিন্তু আর্জেন্টিনা কিছুই করতে পারেনি। '

ডেভিড ব্যাকহামকে নিয়ে
ডেভিড ব্যাকহামের বিয়ের পর ম্যারাডোনা বলেছিলেন, ‘যদিও ব্যাকহাম সবসময় তার “স্পাইস গার্লস” নিয়ে ব্যস্ত থাকে, সে মাঝে মাঝে ভালো ফুটবল খেলার সময় পায়। '

রিয়াল মাদ্রিদ নিয়ে
হোসে মরিনহোকে নিয়ে মন্তব্য করতে গিয়ে রিয়ালকে আক্রমণ করে ম্যারাডোনা বলেন, ‘মরিনহো আসার আগে রিয়াল মাদ্রিদ ছিল পতিতালয়। '

সার্জিও রামোসকে নিয়ে
রিয়াল মাদ্রিদের অধিনায়ক রামোসকে নিয়ে খুব সাম্প্রতিক সময়ে মন্তব্য করেছেন ম্যারাডোনা। তিনি দিয়েগো গদিনের প্রশংসা করতে গিয়ে বলে বসেন, ‘আর পাগলামো করো না রামোস, গদিন সেরা, আর কিছু না। '

চার্চ নিয়ে
তার কাছ থেকে রেহাই পায়নি চার্চও। ক্যাথোলিক চার্চ নিয়ে তিনি বলেন, 'আমি যখন ভ্যাটিকানে প্রবেশ করলাম এবং সব সোনা দেখলাম, আমি যেন আগুনের বলে পরিণত হলা। '

সমকামিতা নিয়ে
সমকামী পুরুষদের নিয়ে কোনো অসুবিধা বোধ করেন কিনা জানতে চাইলে তার উত্তরে তিনি বলেন, ‘আমি সমকামিতার বিপক্ষে কিনা? কোনো সুযোগ নেই। '

‘এটা বরং ভালো যে তারা আছে কারণ যারা সত্যিকারের পুরুষ তাদের জন্য তারা আরও বেশি মেয়েদের মুক্ত রাখে। '

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।