ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ফুটবল

‘এমন বার্সেলোনা জীবনে একবারই আসে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
‘এমন বার্সেলোনা জীবনে একবারই আসে’ বার্সার কোচ থাকাকালে গার্দিওলা-ছবি: সংগৃহীত

২০০৮ থেকে ২০১২ সালের বার্সেলোনাকে মনে পড়ে? ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এক ‍অপ্রতিদ্বন্দ্বী দল হিসেবেই নিজেদের প্রতিষ্ঠিত করেছিল কাতালান জায়ান্টরা। ঐ সময়টাতে আবার বার্সার কোচিংয়ে ছিলেন পেপ গার্দিওলা। যেই দলটিতেও ছিল আবার একগাদা তারকা ও প্রতিভাবান ফুটবলারে ঠাসা।

গার্দিওলার অধীনে অপ্রতিরোধ্য বার্সা দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছে। এছাড়া স্প্যানিশ ঘরোয়া লিগের সর্বোচ্চ আসর লা লিগার টানা তিনটি শিরোপাও ঘরে তোলে তারা।

বার্সার পর বায়ার্ন মিউনিখ ঘুরে গার্দিওলা বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা দু’বার চ্যাম্পিয়নস লিগ জিতি, যেখানে যুব দল থেকে উঠে আসা সাতজন ফুটবলার ছিল। এদের মধ্যে ছিল জাভি, ইনিয়েস্তা (আন্দ্রেস) ও ভালদেস (ভিক্টর)। ’

‘তারা সবাই ক্লাবে (যুব দল) সাত বা আট বছর বয়সে এসেছিল এবং হয়েছিল তারকা। ’

‘ক্লাবের আমার প্রতি আত্মবিশ্বাস ছিল, আমি অপ্রাপ্ত বয়স্কদের মধ্য থেকে খেলোয়াড় নিয়েছিলাম এবং আমাদের যথেষ্ট অর্থ ছিল, যার ফলে গ্রেট কিছু ফুটবলারদের দলে ভেড়াতে পেরেছিলাম। আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড়রাও ছিল। ’

গার্দিওলার অধীনে সেই বার্সা তাদের ট্রফি ক্যাবিনেটে আরও তুলেছিল দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি ইউরোপিয়ান সুপার কাপ, দুটি কোপা দেল রে ও তিনটি স্প্যানিশ সুপার কাপ।

তিনি আরও বলেন, ‘এসব জিনিস (দল) জীবনে একবারই আসে। যখন ঐসব ছবি আমি মনেকরি ও কী দুর্দান্ত সময়ই না কেটেছিল ভাবি তখন আমি স্মৃতিকাতর হয়ে যাই। ’

’২০ বছরের মধ্যে আমরা যদি এখনও কোনো ইতিহাস পড়ি, তাহলে এটাই হবে সেরা। এটা এমন কিছু যা আমরা পেছনে ফেলে এসেছি। ’

এদিকে গত ১০ বছরের বেশি সময় ধরে বার্সা ও লিওনেল মেসি যেন একই সুতোয় গাঁথা। আর স্প্যানিশ জায়ান্ট দলটিতে আর্জেন্টাইন অধিনায়ক যে সবচেয়ে বেশি গুরুত্ববহন করে তাও বোঝালেন গার্দিওলা। তার মতে মেসি প্রতিযোগি ও একজন লড়াকু, যে কিনা হারকে ঘৃণা করে।

‘দল যদি তাকে বড় খেলায় সাহায্য করে, তবে সে পার্থক্য গড়ে দেয়। সে এবং ক্রিস্টিয়ানো রোনালদো গত ১০ বছর ধরে প্রতিটি বছরেই ৫০টির বেশি গোল করেছে। এটা অসাধারণ। ’

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।