ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রোজোভিচের অবিশ্বাস্য ডিফেন্স, হতভম্ব মেসি-সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
ব্রোজোভিচের অবিশ্বাস্য ডিফেন্স, হতভম্ব মেসি-সুয়ারেজ সুয়ারেজের ফ্রি-কিকের সময় ব্রোজোভিচের সেই অবিশ্বাস্য ডিফেন্সের মুহূর্ত, ইনসেটে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে মেসি-ছবি: সংগৃহীত

ন্যু ক্যাম্পে বার্সেলোনা আর ইন্টার মিলানের মধ্যকার ম্যাচে অবিশ্বাস্য ডিফেন্সের নজির স্থাপন করেছেন ক্রোয়েট তারকা মার্সেলো ব্রোজোভিচ। তার আন-অর্থোডক্স ডিফেন্সের কারণে নিশ্চিত গোলবঞ্চিত হয়েছেন বার্সা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে।

বুধবার (২৪ অক্টোবর) রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ম্যাচের এক পর্যায়ে ইন্টার মিলানের ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক নেন বার্সার উরুগুইয়ান তারকা সুয়ারেজ। অমন দুর্দান্ত শট অন্য কোনো সময় হলে হয়তো নিশ্চিত গোলে পরিণত হতো।

কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে বল ঠেকিয়ে দিলেন ইন্টার ডিফেন্ডার ব্রোজোভিচ।  

অবাক করা বিষয় হলো বুলেট গতির ওই শট ইন্টারের সব ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে ফেলেছিল। কিন্তু ডিফেন্ডারদের তৈরি মানব দেয়ালের ঠিক পেছনে আচমকা শুয়ে পড়েন ব্রোজোভিচ! বল তার পিঠে লেগে গোলবার পেরিয়ে সাইডলাইনে ঠাই নেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব পুরো স্টেডিয়াম।  

ব্রোজোভিচের অমন ডিফেন্সে একরাশ হতাশা আর বিস্ময় নিয়ে তাকিয়ে ছিলেন সুয়ারেজ। আর গ্যালারিতে বসে এমন দৃশ্য হজম করতে কষ্ট হচ্ছিল হাতের ইনজুরির কারণে দলের বাইরে থাকা বার্সা অধিনায়ক লিওনেল মেসিরও। তবে সুয়ারেজের ওই গোল মিস হলেও ২-০ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে মেসিবিহীন বার্সেলোনা।

ব্রোজোভিচের অবিশ্বাস্য কীর্তি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল হইচই পড়ে গেছে। ওডিডিএসবাইবেল নামে এক টুইটার একাউন্টে ওই মুহূর্তের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, 'আমরা এখনও ২০১৮ সালেই পড়ে আছি, আর ব্রোজোভিচ ৩০১৮ সালে বাস করছে। '

ব্রোজোভিচের সেই অবিশ্বাস্য ডিফেন্সের মুহূর্ত দেখুন এখানে-
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।