ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সেই মামুনুলের গোলে আবাহনীর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
সেই মামুনুলের গোলে আবাহনীর জয় আবাহনীর জয়। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

সবশেষ ২০০৮ সালে আবাহনীর জার্সিতে দেখা গেছে মামুনুল ইসলামকে। ১০ বছর পর চট্টগ্রাম আবাহনী ছেড়ে পুরোনো ক্লাবে ফিরেই জেতালেন নিজের প্রিয় দলকে। রোববার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় দলের অভিজ্ঞ এ মিডফিল্ডারের একমাত্র গোলেই মুক্তিযোদ্ধাকে ১-০ ব্যবধানে হারিয়ে ফেডারেশন কাপের শুভ সূচনা করে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে মামুনুলের হাতেই। পুরস্কার হাতেই উপস্থিত হন এই ফুটবলার।

সেখানেই বললেন, ‘মাঠে যখনই নামি, তখনই নিজেকে প্রমাণের চেষ্টা করি, দলকে জেতানোয় ভূমিকা রাখার চেষ্টা করি। সানডেই দারুণভাবে আমাকে স্পেস বের করে দিয়েছে। আমি সুযোগটি কাজে লাগিয়েছি মাত্র। ’

গেলো দু বছর আবাহনীকে চ্যাম্পিয়ন করার পেছনে অন্যতম অবদান ছিল নাইজেরিয়ান সানডের। তার সঙ্গে এবার আক্রমণে যোগ হয়েছেন বসুন্ধরা কিংস থেকে আসা হাইতির বেলফোর্ট। তাদের ভালো বোঝা পড়ার ফল হিসেবেই ৬৫ মিনিটে মামুনুলের পা থেকে আসে গোল।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।