ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেলো অনূর্ধ্ব-১৯ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেলো অনূর্ধ্ব-১৯ দল অনুর্ধ্ব-১৯ নারী দল। ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের বাছাইয়ে প্রথম দুই ম্যাচে হেরে এরই মধ্যে বিদায় নিশ্চিত বাংলাদেশের। তবে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের কিশোরীরা। স্বাগতিক তাজিকিস্তানকে বাংলাদেশ ৫-১ গোলে উড়িয়ে দেয় তারা।

রোববার (২৮ অক্টোবর) দুশানবেতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে যোগ করে আরো দুই গোল।

তবে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশারী দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের কাছে ২-০ গোলে হেরে বাছাই পর্ব থেকেই বিদায় নেয় মেয়েরা। শেষ ম্যাচের এই জয়ই একমাত্র পাওনা নারী দলের।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।